ড্রোন ঘটনার পর স্বাভাবিক হয়েছে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর

ড্রোন ঘটনার পর স্বাভাবিক হয়েছে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর

শেয়ার করুন

_104903547_a56e5274-ea7a-4ecb-86de-bc1d94ea7df5বিশ্বসংবাদ ডেস্ক :

একদিনের বেশি সময় বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে যুক্তরাজ্যের ব্যস্ততম গ্যাটউইক বিমানবন্দর। বিমানবন্দরের রানওয়ের ওপর দিয়ে দুটি চালক বিহীন বিমান উড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাতিল করা হয়েছিলো এই বিমানবন্দরের সব ফ্লাইট।

স্থানীয় সময় বুধবার রাতে হঠাৎ দুটি ড্রোন নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা দেখতে পায় রানওয়েটি যেখান থেকে পরিচালনা করা হয় সেই কন্ট্রোল রুমের দিকে আসছে দুটি ড্রোন। এরপরই রানওয়ে বন্ধ করে দেয়া হয়। ৪৫ মিনিট পর রানওয়ে খোলার পর আবার ড্রোন দুটি নজরে আসলে রানওয়েটি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়। এতে দুর্ভোগে পড়েন প্রায় হাজার হাজার যাত্রী। বিমানবন্দরে আটকা পড়েন ১১ হাজার মানুষ।

এ সম্পর্কে গ্যাটউইক চিফ অপারেটিং অফিসার ক্রিস উডরফ বলেন, ড্রোনের অপারেটরদের খুঁজছে পুলিশ। তবে সাসেক্সের পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের যোগসূত্র নেই, তবে কেউ ইচ্ছাকৃতভাবে ড্রোন উড়িয়ে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করেছে বলেই তাদের ধারণা।