ট্রাম্পের সহযোগিতা আশা করেছেন আসাদ

ট্রাম্পের সহযোগিতা আশা করেছেন আসাদ

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূল এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা আশা করেছেন তাঁর সিরিয় কাউন্টারপার্ট বাশার আল-আসাদ।

আরটিপি টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে আসাদ আরও বলেছেন, ভবিষ্যতে ট্রাম্প কী করতে চান তা এখনো পরিষ্কার নয়। তবে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে চাইলে অবশ্যই সিরিয়ার মিত্রে পরিণত হবেন। যেমন রাশিয়া ও ইরান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরস্পরের বন্ধু।

আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তাঁকে স্বাগত জানিয়ে আসাদ বলেন, এখন ট্রাম্পের দায়িত্ব হবে তার প্রশাসন এবং গণমাধ্যমকে সঠিকভাবে সামলানো।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসাদকে উৎখাত করার চেয়ে সিরিয়ায় আইএসকে পরাজিত করার ওপর বেশি গুরুত্ব দেবে তাঁর প্রশাসন। রাশিয়া ও ইরান সিরিয়ার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে গেছে। তাই ভেবেচিন্তেই এগোতে চান ট্রাম্প।