ট্রাম্পের সমালোচনায় মৃত মার্কিন সেনার বাবা

ট্রাম্পের সমালোচনায় মৃত মার্কিন সেনার বাবা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন প্রয়াত এক মার্কিন সেনার বাবা।

পাকিস্তান বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম খিজির খান। তার ছেলে ক্যাপ্টেন হুমায়ুন খান, ২০০৪ সালে ইরাক অভিযানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের শেষ দিনে, হিজাব পরিহিত স্ত্রীকে পাশে নিয়ে বক্তব্য দেয়ার সময় খিজির খান বলেন, ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে, তার ছেলে কখনোই মার্কিন সামরিক বাহিনীতে কাজের সুযোগ পেতো না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে মুসলমানদেরও ভূমিকা রয়েছে। ঢালাওভাবে সব মুসলিমকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছেন ট্রাম্প, এ মন্তব্য করে খিজির খান বলেন, সবার মধ্যে বিভেদের দেয়াল তুলতে চান তিনি।

দেশের প্রতিরক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের কবর ঘুরে দেখতে ট্রাম্পের প্রতি আহবান জানান খিজির। সমান স্বাধীনতা ও আইনি সুরক্ষা দেয়া মার্কিন সংবিধানও ভালোভাবে পড়ার অনুরোধ করেন তিনি।