ট্রাম্পের ফোনে আড়িপাতার খবরে বিদ্রুপ চীনের, আইফোন বর্জনের পরামর্শ

ট্রাম্পের ফোনে আড়িপাতার খবরে বিদ্রুপ চীনের, আইফোন বর্জনের পরামর্শ

শেয়ার করুন

_104033936_34252546901_796261c8af_oবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতা হচ্ছে এরকম খবর উড়িয়ে দিলো চীন। জবাবে বিদ্রুপ করে চীন ট্রাম্পকে আইফোন ব্যবহার বন্ধ করে চীনের তৈরি হুওয়াই ফোন ব্যবহারের  পরামর্শ দিলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে চীন ও রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ আনার পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়।

তাদের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প যদি মনে করেন তার আইফোন যথেষ্ঠ নিরাপদ নয় তাহলে তার উচিত হুয়াওয়ের ফোন ব্যবহার শুরু করা। আর নয়তো যুক্তরাষ্ট্রের উচিত হবে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ করাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়েছে, ট্রাম্প বন্ধুদের সঙ্গে কথা বলার সময় ব্যক্তিগত আইফোন ব্যবহার করেন। আর ওই ‘অনিরাপদ’ আইফফোনে কথা বলার সময় ফোন কলে আড়িপাতে চীন ও রাশিয়ার গোয়েন্দারা।

ট্রাম্পের সহযোগীরা তাকে বারবার ব্যক্তিগত আইফোন ব্যবহার করতে নিষেধ করলেও ট্রাম্প সেই আইফোনেই ব্যবহার করে আসছেন। নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের ফোনে আড়িপাতার ঘটনার কথা বললেও এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসেরই সমালোচনা করেছেন ট্রাম্প।