ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ

ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচি চলাকালীন ট্র্যাম্প বিরোধীদের সাথে সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত। এ ঘটনায় ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্র্যাম্পই ছিলেন প্রথম প্রার্থী, যিনি আয়কর বিবরণী প্রকাশ করেননি। সেসময় তিনি বলেছিলেন, নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল আয়কর বিবরণী প্রকাশ করা হবে।

কিন্তু নির্বাচনে জয় ও শপথ গ্রহণের প্রায় তিন মাস পার হলেও তিনি তা করেননি। এতে বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার যুক্তরাষ্ট্রের ১৫০ টি অঞ্চলে এ-নিয়ে বিক্ষোভ হয় এবং ক্যালিফোর্নিয়ার বারকেলিতে ট্রাম্পপন্থীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।