ট্রাম্পর উদ্ভট বক্তব্যে বিভ্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ

ট্রাম্পর উদ্ভট বক্তব্যে বিভ্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট বক্তব্যে এবার বিভ্রান্তিতে পড়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

শনিবার ফ্লোরিডায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, দেখুন সুইডেনে গতরাতে কি ঘটেছে। প্রচুর শরণার্থী নেয়ায় এখন তাদের সমস্যা হচ্ছে। যা তারা চিন্তাও করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্টের এমন উদ্ভট বক্তব্যে বিভ্রান্ত হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী কার্ল বিল্ট। তিনি টুইটারে বলেছেন, সুইডেনে এ রকম কিছু হয়নি।

গত শুক্রবার রাতে ফক্স নিউজ টিভিতে দেখানো হয়, সুইডেনে শরণার্থীরা আসার পর দেশটিতে সহিংসতা এবং ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। দুজনের মৃত্যুর খবরও জানানো হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকেই উল্লেখ করেছেন ট্রাম্প। শরণার্থী নেয়ার পর সুইডেনে ২০১৩ সাল থেকে কোনো সন্ত্রাসী হামলা হয়নি। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন থেকেই সবচেয়ে বেশি নাগরিক সিরিয়ায় গেছে। যাদের মধ্যে দেড়শ’ জনের মতো ফিরেও এসেছে।