জাপানের জলসীমায় চীনা যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

জাপানের জলসীমায় চীনা যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

চীনা কোস্টগার্ডের জাহাজ শনিবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে জাপান।

জাপানের কোস্টগার্ড এই অভিযোগ করে জানিয়েছে, এক সপ্তাহে এটা একইধরনের দ্বিতীয় ঘটনা। কোস্টগার্ডের তথ্যমতে, দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় চারটি জাহাজ প্রবেশ করেছে। এই এলাকাটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে।

জাহাজগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ওই বিরোধপূর্ণ এলাকায় প্রবেশ করে এবং দুই ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যায় বলে জাপানের কোস্টগার্ড দাবি করেছে।

জাপানীদের কাছে এই দ্বীপপুঞ্জ সেনকাকু ও চীনের কাছে দিয়াওইয়ু নামে পরিচিত। এ ঘটনায় টোকিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছে। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়ানি।