চুক্তিতে থাকতে ইউরোপীয় দেশগুলোকে শর্ত জুড়ে দিয়েছেন খামেনি

চুক্তিতে থাকতে ইউরোপীয় দেশগুলোকে শর্ত জুড়ে দিয়েছেন খামেনি

শেয়ার করুন

_101722751_mediaitem101722750বিশ্বসংবাদ ডেস্ক :

পরমাণূ চুক্তিতে থাকার জন্য বিশ্বের পরাশক্তির দেশগুলো বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর জন্য শর্ত জুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি বলেন পরমাণূ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইরানের বানিজ্য সুরক্ষা দিতে হবে ইউরোপীয় ব্যংকগুলোর। ইরান থেকে অপরিশোধিত তেল ক্রয় করে মার্কিন চাপ থেকে ইরানের তেল বানিজ্যকে রক্ষা করতে হবে ইউরোপীয় দেশগুলোর। এছাড়া তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণান্ত্র ও মধ্যপ্রাচ্য কর্মসূচীর ব্যপারে কোন ধরণের সমঝোতা করতে বলা হবে না দেশটিকে।

আলী খামেনীর নিজস্ব ওয়েব সাইটে দেয়া ঐ বিবৃতিতে আরো বলা হয় ফ্রান্স, জার্মানী ও ব্রিটেনের সাথে কোন যুদ্ধ না চাইলেও তাদেরকে বিশ্বাস করে না ইরান। তিনি বলেন যদি শর্ত মানা না হয় তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী পুনরায় চালু করবে ইরান। পরমাণূ চুক্তির আওতায় স্থগিত করা হয়েছিলো এই কর্মসূচী। পরমাণূ অস্ত্র বানানো থেকে ইরানকে বিরত রাখতেই এই কর্মসূচী স্থগিত করা হয়েছিলো।