চীন থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান

চীন থেকে সামরিক ড্রোন কিনছে পাকিস্তান

শেয়ার করুন

2b2e4pn4_china-wing-loong-ii-drone-facebook_625x300_09_October_18বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর, এবার চীনের কাছ থেকে উইং লুং-২ নামের ৪৮টি সামরিক ড্রোন কিনতে যাচ্ছে পাকিস্তান।

প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে এটাই সবচেয়ে বড় সামরিক চুক্তি। কী পরিমাণ অর্থে ড্রোনগুলি কেনা হচ্ছে, সে বিষয়ে দুদেশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এছাড়া কবে নাগাদ ড্রোনগুলি হাতে পাবে পাকিস্তান, তাও স্পষ্ট করা হয়নি।

গত ফেব্রুয়ারিতে উইং লু-২ ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন হয়। সিকিম সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে চীনের শত্রুতা যখন চরম পর্যায়ে। তখন প্রতিবেশী চীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা আরো গাঢ় করছে পাকিস্তান। কিছুদিন আগেই, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল প্রতিরোধ ব্যবস্থা কেনার চুক্তি করে ভারত। তারপরই পাকিস্তানের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।