চিলিতে দাবানলে ৬ জনের মৃত্যু, সরিয়ে নেয়া হয়েছে ৪ হাজার মানুষ

চিলিতে দাবানলে ৬ জনের মৃত্যু, সরিয়ে নেয়া হয়েছে ৪ হাজার মানুষ

শেয়ার করুন

_93815630_mediaitem93815629বিশ্বসংবাদ ডেস্ক :

চিলির মধ্যাঞ্চলে দাবানলে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন দমকলকর্মী ও ২ জন পুলিশ রয়েছেন। বুধবার একথা নিশ্চিত করেন কর্মকর্তারা।

এদিকে, দেশটির ন্যাশনাল ফরেস্টি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, কয়েকটি স্থানে দাবানল এক লাখ ৯০ হাজার হেক্টর এলাকাকে গ্রাস করেছে।

আতঙ্কিত স্থানীয়রা তাদের বাড়িঘর, গবাদিপশু ও ক্ষেত-খামার রক্ষায় আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে। দাবানলের ভয়াবহতায় এরই মধ্যে অন্তত ৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট মিশেল বাচেলেট দাবানল মোকাবেলায় আরো অর্থ ছাড়ের নির্দেশ দিয়েছেন।