চলতি বছরেই কয়েকশ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন: ডব্লিউএইচও

চলতি বছরেই কয়েকশ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদন: ডব্লিউএইচও

শেয়ার করুন

Corona vacine

 

চলতি বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের কয়েকশ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব টিকা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষকে দেওয়া প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি।
বৃহস্পতিবার (১৮ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডব্লিউএইচও’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথান। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ডব্লিউএইচও জানায়, ২০২১ সালের মধ্যে দুই বিলিয়ন ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। আর ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোও এজন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, বিশ্বজুড়ে গবেষকরা ২০০টিরও বেশি ভ্যাকসিনের উপর পরীক্ষা করছেন। এর মধ্যে মানব দেহের ট্রায়ালে আছে ১০টি ভ্যাকসিন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি খুব ভাগ্যবান হয়ে থাকি তবে এই বছরের শেষের আগে একটি বা দুটি সফল ভ্যাকসিন প্রার্থী থাকবে।

করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন সফল হলে তিন গ্রুপের মানুষের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে বলে জানান সৌম্য স্বামীনাথান। তারা হলেন, চিকিৎসাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের মতো সামনের কাতারের কর্মী; সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা বয়স্ক এবং ডায়বেটিক রোগী এবং শহুরে বস্তি বা কেয়ার হোমে অবস্থান করা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা মানুষেরা।
গত মাসে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহীরা জানান, ২০২১ সাল শুরুর আগে করোনা ভাইরাসের এক বা দুটি টিকা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, ভাইরাসটিকে পরাজিত করতে দেড়শ’ কোটি ডোজ টিকার প্রয়োজন পড়বে।

স্বামীনাথন বলেন, আপনাকে সবচেয়ে দুর্বল থেকে শুরু করতে হবে। তারপরে ধীরে ধীরে আরও বেশি লোককে টিকা দিতে হবে। আমরা আশাবাদী, এই বছরের শেষের দিকে কয়েকশ মিলিয়ন ডোজ উৎপাদন করার জন্য। আর ২০২১ সালের মধ্যে এক, দুই বা তিনটি কার্যকর ভ্যাকসিনের দুই বিলিয়ন ডোজ সারা বিশ্বে বিতরণ করা হবে। কিন্তু এ সব কিছুর পেছনে একটি বড় ‘যদি’ রয়েছে। কারণ আমাদের কাছে এখনও প্রমাণিত কোনো টিকা নেই। ভাইরাসটি দমনে আনুমানিক ১৫ বিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে।

বিজ্ঞানীরা নতুন করোনা ভাইরাসটির ৪০ হাজার সিক্যুয়েন্স বিশ্লেষণ করছেন। সমস্ত ভাইরাস পরিবর্তিত হওয়ার সময়, এই রোগটি ইনফ্লুয়েঞ্জার মতোই কাজ করছিল। এখনও সেই মূল ক্ষেত্রগুলোতে কোনও পরিবর্তন ঘটেনি। যা কিনা রোগের তীব্রতা বা প্রতিরোধ ক্ষমতা পরিবর্তন করতে পারে। এতে করে বিজ্ঞানীরা আশাবাদী ভ্যাকসিন মানবদেহে কার্যকর প্রতিক্রিয়া দেখাবে।