চতুর্থ দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দাম্মামের রাজপথ

চতুর্থ দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দাম্মামের রাজপথ

শেয়ার করুন

_101854877_mediaitem101854876বিশ্বসংবাদ ডেস্ক :

রোববার চতুর্থ দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জর্ডানের রাজধানী দাম্মামের রাজপথ। এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

আন্তর্জাতিক মূদ্রা তহবিল সমর্থিত কর বৃদ্ধির একটি বিলের বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী হানি মুলকির পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা বলে তারা তখনই ক্ষান্ত হবেন যদি সরকার গত মাসে পার্লামেন্টে উত্থাপিত বিলটি প্রত্যাহার করে।

সমালোকরা বলছেন এই বিলটির কারণে মানুষের জীবনযাত্রার মান নিম্নগামী হবে। বিলটিকে লজ্জাজনক আখ্যায়িত করে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর প্রতি সরকারী দূর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর আহবান জানান বিক্ষোভকারীরা।