গুয়ামে হামলার পরিকল্পনার নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উনের বৈঠক

গুয়ামে হামলার পরিকল্পনার নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে কিম জং উনের বৈঠক

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ভূখন্ড গুয়ামে ক্ষেপনাস্ত্র হামলার পরিকল্পনার বিষয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

তবে গুয়ামে ক্ষেপনাস্ত্র হামলার চালানোর আগে যুক্তরাষ্ট্রের মনোভাব পর্যবেক্ষণ করা হবে বলে দেশটির সরকারি গণমাধ্যমে জানানো হয়। গত সপ্তাহে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়,  গুয়ামে একসাথে চারটি ক্ষেপনাস্ত্র হামলার পরিকল্পনা করা হয়েছে।

এরপর থেকেই দেশদুটির মধ্যে সৃষ্ট উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপনাস্ত্র হামলার এই পরিকল্পনাটি খতিয়ে দেখছেন, এবং এ নিয়ে দেশটির সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন। এখন সেনাবাহিনী দেশটির নেতার কাছ থেকে চুড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে।