গাজায় ফিলিস্তিনি নারীদের সমাবেশে ইসরায়েলি বাহিনীর গুলি, আহত ১৩৪

গাজায় ফিলিস্তিনি নারীদের সমাবেশে ইসরায়েলি বাহিনীর গুলি, আহত ১৩৪

শেয়ার করুন

ef350a6e97c74b3a8f32c1578ffdeaf1_18বিশ্বসংবাদ ডেস্ক :

গাজায় ফিলিস্তিনি নারীদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। তবে কারো নিহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ইসরায়েলে সঙ্গে গাজা সীমান্তে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিকও গুলিবিদ্ধ হন। গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা।

১৯৪৮ সালে ইসরায়েলের, ফিলিস্তিনের ভূমি দখলের প্রতিবাদে গ্রেট মার্চ অব রিটার্ন নামের বিক্ষোভ কর্মসূচি চলে আসছে। এবার সেই কর্মসূচি আরো জোরালো হয় জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ইস্যুতে।

গত তিন মাসের বিক্ষোভে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের বিক্ষোভ মিছিল ছিল নারী ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সমাবেশ। বিভিন্ন শহর থেকে নিজেদের সন্তানসহ অন্তত দুলাখ নারী বিক্ষোভে অংশ নেন। এ সময় হঠাৎ এলোপাতাড়ি গুলি করে ইসরায়েলি বাহিনী। এতেই শতাধিক মানুষ আহত হন।