গলায় ছুরি ধরে আলোচনা হয় না: যুক্তরাষ্ট্রকে চীন

গলায় ছুরি ধরে আলোচনা হয় না: যুক্তরাষ্ট্রকে চীন

শেয়ার করুন

usa-china-trade-war-donald-trump-25-percent-tariff-chinese-imports-997141বিশ্বসংবাদ ডেস্ক :

গলায় ছুরি ধরে আলোচনার কথা বলা অযৌক্তিক এবং অন্যায়। চীনা পণ্যে মার্কিন শুল্কারোপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একথা বলেছেন চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শুয়েন।

তিনি জানান, আলোচনার জন্য প্রস্তুত চীন। তবে সমতা ও সম্মান বজায় রেখে উভয় দেশেরই বাণিজ্যযুদ্ধ নিরসনে উদ্যোগ নেয়া উচিত। ওয়াং বলেন, কারো গলায় ছুরি ধরে বাণিজ্য বিরোধ সৃষ্টি করা যায়। কিন্তু সেখান থেকে বেশিদিন সুবিধা আদায় করা যায় না। এই অবস্থায় কারো সঙ্গে আলোচনায় বসার অবস্থাও থাকে না।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিনের সঙ্গে গত আগস্ট বাণিজ্য বিরোধ অবসানে আলোচনায় বসেছিলেন চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শুয়েন। তবে এরপর থেকে আর  অগ্রগতি হয়নি। আর সাম্প্রতিক শুল্কারোপের পর আলোচনার পরিবেশ নেই বললেই চলে। সোমবার ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে মার্কিন শুল্কারোপ এবং ৬০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে চীনের শুল্কারোপ কার্যকর হয়েছে।