গণমাধ্যমকে অসৎ বললেন ট্রাম্প

গণমাধ্যমকে অসৎ বললেন ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

অসৎ গণমাধ্যমের কারণে মার্কিন নির্বাচনে কারচুরি সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় তিনি এমন মন্তব্য করেন।

গণমাধ্যমের এমন আচরণকে দু:খজনক উল্লেখ করে ট্রাম্প বলেন, সংবাদ নয় এমন ঘটনাও প্রচার করে হিলারিকে সহায়তা করছে তারা। ট্রাম্পের প্রচার শিবিরের উপদেষ্টা ও নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি গিলানিও, ডেমোক্রেট পন্থি মিডিয়াগুলোর সমালোচনা করেছেন।

ট্রাম্প এমন সময় মন্তব্য করলেন, যখন তারা রানিংমেট মাইক পেন্স এনবিসি নিউজকে বলেছেন, গণমাধ্যমের পক্ষপাতিত্বের পরও নির্বাচনের ফলাফল মেনে নেবেন ট্রাম্প। নিউ ইয়র্কের এই ব্যবসায়ীর মন্তব্যের পর পাল্টা জবাবে হিলারির রানিংমেট টিম কেইন বলেছেন, এটা ট্রাম্পের সুক্ষ কৌশল। যার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন তিনি।