কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারটি বন্ধের উদ্যোগ

কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারটি বন্ধের উদ্যোগ

শেয়ার করুন

222-98

বিশ্বসংবাদ ডেস্ক :

কিউবায় অবস্থিত মার্কিন কারাগার গুয়ানতানামো বে থেকে ১৫ বন্দিকে, সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এর ফলে এখন গুয়ানতানামোতে আটক বন্দির সংখ্যা ৬১ জনে নেমে এলো। স্থানান্তরিত বন্দিদের মধ্যে ১২ জন ইয়েমেনের ও তিনজন আফগানিস্তানের। এদের বেশিরভাগই ১৪ বছরেরও বেশি সময় ধরে গুয়ানতানামোতে আটক ছিলেন।

প্রথম দিকে দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও, পরে তা প্রত্যাহার করা হয়। বাকি ১৩ জন কোনও অভিযোগ ছাড়াই পনের বছর ধরে বন্দি।

সামরিক বিচারের অভিযোগ নেই বলে ২০১০ সালে ৬ জন এবং ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অপর ৯ বন্দিকেও স্থানান্তরের অনুমোদন দেয় ওবামা প্রশাসন।

দায়িত্ব নেওয়ার পরই গুয়ানতানামো বে কারাগার বন্ধের ঘোষণা দিয়েছিলেন ওবামা। কিন্তু মেয়াদ শেষ হতে চললেও ওবামা তার প্রতিশ্রুতি রাখেননি। ৯/১১ হামলার পরের বছর ২০০২ সালে কারাগারটি প্রতিষ্ঠা করে বুশ প্রশাসন।