কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘ডেবি’

কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘ডেবি’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে ঘুর্নিঝড় -‘ডেবি’। উপকূল এলাকা থেকে অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দেশটির কুইন্সল্যান্ড উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। অষ্ট্রেলিয়ার স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। ওই সময় বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে ৪ ক্যাটাগরির ঘুর্নিঝড়ে রুপ নিতে পারে।

ডেবির ধ্বংসাত্মক কেন্দ্রস্থলটি ১০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হতে পারে বলে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে। উপকূলে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এরইমধ্যে অন্তত ৩ হাজার মানুষকে সরানো হয়েছে।