কানাডার মসজিদে হামলাকারী হিসেবে সন্দেহভাজন একজন আটক

কানাডার মসজিদে হামলাকারী হিসেবে সন্দেহভাজন একজন আটক

শেয়ার করুন

_93882594_bissonnetteবিশ্বসংবাদ ডেস্ক :

কানাডার কিউবেক শহরের মসজিদে হামলাকারী হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। ফরাসি বংশোদ্ভুত ২৭ বছর বয়েসি কানাডিয়ান শিক্ষার্থী ঐ হামলাকারীর নাম আলেক্সান্দার বিসনেতে।

এর আগে রোববার সন্ধ্যায় কিউবেক শহরের একটি মসজিদে নামাজ আদায়ের সময়, হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, ২ জন বন্দুকধারী কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। নিহত হন নামাজ আদায়রত ৫ জন মুসল্লি। পরে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। তবে এ হামলায় ঠিত কতজন লোক আহত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি মসজিদের সভাপতি ইয়াংগুই। আহতদের কুইবেক শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।