কানাডার নাগরিকত্ব পেলেন মালালা

কানাডার নাগরিকত্ব পেলেন মালালা

শেয়ার করুন

malalaএটিএন টাইমস ডেস্ক:

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে কানাডা। ২০১৪ সালের অক্টোবর মাসে কানাডার তকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেন।

বুধবার কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার পূর্বসূরীর ঘোষণা বাস্তবায়ন করেন। সমাজসেবা ও মানবাধিকারে অবদান রাখার জন্য এ পুরষ্কার দেন কানাডা সরকার। ১৯ বছর বয়সে এই নাগরিকত্ব পান মালালা।

নাগরিকত্ব পাওয়ার পর মালালা কানাডার পার্লামেন্টে ১৫ মিনিট বক্তব্য দেন। মেয়েদের শিক্ষাগ্রহণ এবং স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে প্রকাশ্যে কথা বলায় ১৪ বছর বয়সে পাকিস্তানে তালেবান হামলাকারীরা গুলিবিদ্ধ করে মালালা ইউসুফজাইকে।

ওই যাত্রায় বেঁচে যাওয়ার পর থেকেই তিনি হয়ে ওঠেন নারীশিক্ষা এবং নারী অধিকারের আন্তর্জাতিক মুখপাত্র। এসব কাজের স্বীকৃতি হিসেবেই মালালাকে ২০১৪ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। এবং মালালা ইউসুফজাই জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তির দূত।