কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা সৌদি জোটের

কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা সৌদি জোটের

শেয়ার করুন

_96838838_367dac3d-7afa-49d8-80c1-7234426851c4বিশ্বসংবাদ ডেস্ক :

শর্তপূরণের দাবি প্রত্যাখান করায় কাতারের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন চার দেশের জোট।

বৃহস্পতিবার কায়রোতে বৈঠকে কাতারের ওপর চলতি নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয় জোট। যথাসময়ে নিষেধাজ্ঞা আরো কঠোর হবে বলে জানিয়েছে সৌদি আরব। তবে কাতার এখনো আলোচনার ওপর জোর দিচ্ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গতকাল বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানায়, তাদের দেওয়া ১৩ শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক জবাব দুঃখজনক।

মঙ্গলবার কুয়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরে কাতার। সেই আনুষ্ঠানিক জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ নিয়ে বুধবার মিসরে আলোচনায় বসে সৌদি জোট। ওই বৈঠকেই কাতারবিরোধী অবরোধ অব্যাহত রাখা এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসে এই জোট।