কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত ২৫৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত ২৫৪ জনের মৃত্যু

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পুটুমায়োতে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত ২৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরো অসংখ্য। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, প্রদেশটিতে জরুরি অবস্থায় জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। তিনি আরো জানান, কত মানুষ এখনও নিখোঁজ তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।  পুটুমায়োর সব ধরনের ৮০ শতাংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজও ভাসিয়ে নিয়ে গেছে কাদাপানি। আক্রান্ত শহরটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।  টানা বৃষ্টিতে মোকোয়া নদী ও এর তিনটি উপনদীর কাদামাটি এ বিপর্যয় ঘটিয়েছে। আশপাশের ১৭টি এলাকাও আক্রান্ত হয়েছে।