কঙ্গোতে হামলায় ১৪ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে হামলায় ১৪ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

শেয়ার করুন

_99128378_041813164বিশ্বসংবাদ ডেস্ক :

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্ব উপকূলে হামলায় ১৪ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। জাতিসংঘের মনুস্কো মিশন জানিয়েছে, শান্তিরক্ষীরা উত্তর কিভু প্রদেশের অ্যালাইড ডেমোক্র্যাটিক বিদ্রোহী বাহিনী দ্বারা আক্রান্ত হয়।

এদিকে আইএস পিআর নিশ্চিত করেছে জানিয়েছে, নিহত শান্তিরক্ষীদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। তারা নিরাপদ আছেন।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, বৃহস্পতিবারের এই হামলার ঘটনায় কঙ্গোর সশস্ত্র বাহিনীর সঙ্গে পাঁচ সৈন্যও নিহত হন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর সবচেয়ে খারাপ আক্রমণ বলে মন্তব্য করেন। তিনি নিহতদের পরিবারের জন্যে সমবেদনা জানিয়েছেন।

মনুস্কো প্রধান, মামন সিদ্দিকো জানান, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল। সুবিশাল খনিজ সম্পদ সমৃদ্ধ সেন্ট্রাল আফ্রিকান এ দেশটি আফ্রিকা মহাদেশের মধ্যে আয়তনে দ্বিতীয় অবস্থানে থাকলেও রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা ও দুর্নীতির জন্য দেশটি চরম দারিদ্র সীমায় রয়েছে।