ওবামা কেয়ার কর্মসূচির সহায়তা বরাদ্দ কমিয়েছে ট্রাম্প

ওবামা কেয়ার কর্মসূচির সহায়তা বরাদ্দ কমিয়েছে ট্রাম্প

শেয়ার করুন

donuld trumpবিশ্বসংবাদ ডেস্ক :

ওবামা কেয়ারের আওতায় মানুষকে স্বাস্থ্য বীমা পেতে সহযোগিতাকারী সংগঠনগুলোর জন্য অর্থ বরাদ্দ কমিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেয়িড সার্ভিস-সিএমএস এর পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলা হয়। আগামী অর্থবছরে সংগঠনগুলো ১ কোটি মার্কিন ডলার করে পাবে। গত বছর এই সহায়তার পরিমাণ ছিল ৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত বছর গরীবদের জন্য স্বাস্থ্য বীমার বিজ্ঞাপনের খরচ বাদ দেওয়া হয়। ওই খরচসহ আগের বছর বরাদ্দ ছিল ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলার।

ওবামা কেয়ারকে দুর্বল করার জন্য বহুমুখী প্রকল্পটিকে সংকুচিত করার চেষ্টা হিসেবেই এই বরাদ্দ কমাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগে শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ওবামা কেয়ারের আওতায় এক হাজার ৪০ কোটি মার্কিন ডলারের একটি কর্মসূচি বাতিল করা হবে। ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময়েই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় আসলে তিনি ‘ওবামা কেয়ার’ বাতিল করবেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ওবামা কেয়ার বাতিলের প্রক্রিয়া শুরু করেন।