এশিয়াজুড়ে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এশিয়াজুড়ে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ার করুন

জিকা

বিশ্বসংবাদ ডেস্ক :

এশিয়াজুড়ে মশাবাহিত জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১৯টি দেশ এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের।

ফিলিপিন্সের ম‌্যানিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সভায় সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চান জানান, বিজ্ঞানীরা এখনও এই ভাইরাস নির্মূলের পথ খুঁজছেন। কিন্তু তারা এখনও অনেক জটিল প্রশ্নের উত্তর জানতে পারেননি।

ব্রাজিলে প্রাদুর্ভাবের পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে জিকা  ভাইরাস। এর মধ্যে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। থাইল্যান্ডে জিকা সংক্রমণের কারণে অপুষ্ট মাথা নিয়ে শিশু জন্মের দুটি ঘটনা ঘটেছে। জিকা ভাইরাসের কারণে শিশুরা মাইক্রোসেফালি বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। যৌনকর্মের মাধ্যমেও জিকা সংক্রমিত হতে পারে।