এপ্রিলের পর আর জনসমক্ষে আসেননি কাস্ত্রো

এপ্রিলের পর আর জনসমক্ষে আসেননি কাস্ত্রো

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে সবশেষ জনসমক্ষে দেখা গেছে চলতি বছরের ৭ এপ্রিল।

ওইসময় তাকে স্কুলের শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। দেশটির ক্ষমতাসীন দলের অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রস্তুতির মধ্যেই, জনসমক্ষে আসেন ফিদেল। এর নয় মাস আগে আরো একবার জনসমক্ষে এসেছিলেন ক্যাস্ত্রো।

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়া ক্যাস্ত্রো স্বাস্থ্যগত কারণে ২০০৬ সালে তাঁর ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা ছেড়ে দেন। ২০০৬ সালের জুলাইতে গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে ফিদেল অনেকটাই নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন।

জীবনের শেষ কয়েকটি বছর জনসমক্ষে তাকে তেমনভাবে আর আসতে দেখা যায়নি। তারপরও স্থানীয় এবং কিছু বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তার আলাপচারিতার বিবরণ থেকে সেই বিপ্লবের প্রতীক এবং লাতিন আমেরিকার অবিসংবাদিত নায়ক ফিদেলকে চিনে নিতে অসুবিধা হয়নি বিশ্ববাসীর।