উত্তর কোরিয়া যুদ্ধের উস্কানী দিচ্ছে: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া যুদ্ধের উস্কানী দিচ্ছে: যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

US President Donald Trump waits for a meeting with South Korea's President Moon Jae-in and others in the Cabinet Room of the White House June 30, 2017 in Washington, DC. / AFP PHOTO / Brendan Smialowski        (Photo credit should read BRENDAN SMIALOWSKI/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়া যুদ্ধের উস্কানী দিচ্ছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না। তবে মিত্রদের রক্ষা করতে পিছপা হবে বলে উল্লেখ করেন তিনি।

চলতি সপ্তাহেই দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। ওয়াশিংটন উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলে জানান নিকি হেলি। সামনের সোমবারই এই নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদকেও উত্তর কোরীয় নেতা কিম জং উনকে প্রতিহত করতে সবরকম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর নিন্দা করেন হেলি।

রোববার ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য একটি হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে পিয়ং ইয়ং। দেশটির দাবি, এই হাইড্রোজেন বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী।