উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিন্দা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নিন্দা

শেয়ার করুন

উত্তর কোরিয়া মিমাইলবিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায় তারা। সেইসঙ্গে দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপেরও হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

গত রোববার  নিজেদের উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটিকে সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এবং এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের বড় ধরনের পারমাণবিক হামলা’র সক্ষমতা পরীক্ষা করেছে।

রোববারে উত্তর কোরিয়ার ওই পারমানবিক পরীক্ষার পর  দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মুন জ-ইন। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটি একটি নতুন ধরনের রকেট যা বিশাল পরমাণু বোমা বহনে সক্ষম বলে ধারণ করা হচ্ছে।