ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

শেয়ার করুন

f9975b6ba0f84f2aaea05675ee51bb2e_18

বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরব মধ্যপ্রাচ্য ও ইয়েমেনের পর লেবাননেও অস্থিরতা ছড়াতে চায় বলে অভিযোগ করেছে ইরান ।  সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করে এর জন্য ইরানকেই দায়ী করেছে।

ইয়েমেনের রাজধানী সানায় হুত বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুতি বিদ্রোহীদের মিডিয়া নেটওয়ার্ক আল মাসিরা জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি বিমান বাহিনী। এর একটি ক্ষেপণাস্ত্র মন্ত্রণালয় ভবনে আঘাত করলে ভবনটি থেকে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আরেকটি মন্ত্রণালয়ের পাশে একটি আবাসিক এলাকায় আঘাত হানে, এতে ৮ জন আহত হয়।

গত সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করে দেয় সৌদি আরব। এরপর ইয়েমেনের আকাশ, স্থল ও জলপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। ওই জোটের দাবি, ইরান মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ানোর জন্য হুতি বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করছে। তাদের সহযোগীতা না পেলে বিদ্রোহীরা এতটা সহিংস হতে পারত না।