ইয়াঙ্গুনে শতাধিক রোহিঙ্গা আটক

ইয়াঙ্গুনে শতাধিক রোহিঙ্গা আটক

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের উপকূলে একটি নৌকা থেকে সন্দেহভাজন ১শ ৬ রোহিঙ্গাকে আটক করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ।

ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাটি আটক করে অভিবাসন কর্তৃপক্ষ। কাইও হতে নামের এক অভিবাসন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগের বছরের মতোই খুব সম্ভবত তারা রাখাইন থেকে এসেছে। তাদের ধারণা, আটক হওয়া ব্যক্তিরা রাখাইন রাজ্যের ‘বাঙালি রোহিঙ্গা’। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে। ওই সময় রাখাইন রাজ্যে হাজার হাজার ঘরবাড়ি জালিয়ে দিয়েছে মিয়ানমারের সরকারি বাহিনী। বহু মানুষকে হত্যা করা হয়েছে। ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বহু নারী-শিশুকে। জাতিসংঘে স্বাধীন তদন্তে সেখানে গণহত্যার তথ্য-প্রমাণ মিলেছে।