ইহুদি নিধন নিয়ে মন্তব্য করে বিপাকে দুয়ার্তে

ইহুদি নিধন নিয়ে মন্তব্য করে বিপাকে দুয়ার্তে

শেয়ার করুন

1475291078622বিশ্ব সংবাদ ডেস্ক:

হিটলার যেমন ইহুদীদের ওপর দমনপীড়ন চালিয়ে হত্যা করেছিলেন, ঠিক তেমন করে মাদকব্যবসায়ীদের হত্যা করার আগ্রহ প্রকাশ করে ইহুদিদের রোষানলে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট’ রদ্রিগো দুয়ার্তে।

শুক্রবার ফিলিপাইনের দাভাও শহরে দুয়ার্তে বলেন, হিটলারি কায়দায় মাদকসংশ্লিষ্টদের হত্যা করতে চান তিনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দুয়ার্তেকে উদ্ধৃত করে লিখেছে, হিটলার ৩০ লাখ ইহুদিকে নিধন করেছিলেন, এখন ফিলিপাইনে মাদকাসক্ত মানুষের সংখ্যাও ৩০ লাখ। ওদের সব কটাকে মেরে ফেলতে পারলে খুশি হবেন দুয়ার্তে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের ভাষায়, জার্মানির জন্য যেমন হিটলার ছিলেন, তেমনি ফিলিপাইনের জন্য দুয়ার্তে রয়েছেন। তবে দুয়ার্তে মাদকবিরোধী অভিযানকে হলোকস্টের সঙ্গে তুলনা করায়, ইহুদি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তার মন্তব্য অমানবিক বলে আখ্যা দিয়েছেন তারা। বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রেসিডেন্ট রোনাল্ড এস লাওডার বলেন, দুয়ার্তে যা বলেছেন, এটি মানুষের প্রতি চরম অসম্মান প্রদর্শন। এ ধরনের বক্তব্যের জন্য দুতার্তের ক্ষমা চাওয়া উচিত।