ইরানের ১৩ ব্যক্তি ও ১২টির বেশি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ১৩ ব্যক্তি ও ১২টির বেশি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

শেয়ার করুন

_93945474_missileবিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ১৩ নাগরিক ও ১২টির বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান জন স্মিথ শুক্রবার জানান, ইরান ব‌্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটির ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, ইরান আগুন নিয়ে খেলছে। প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কতোটা দয়ালু ছিলেন তা তারা উপলব্ধি করতে পারেনি। তবে তিনি তেমনটি নন।

এর পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, অনভিজ্ঞ ব‌্যক্তির কাছ থেকে আসা হুমকিতে তারা নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর কয়েকটি সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও চীনভিত্তিক। ইরানের ইসলামিক রিপাবলিক রেভোল‌্যুশনারি গার্ডের সদস‌্যরাও এর আওতায় আছেন।

এদিকে, ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায়, পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্ব রেসলিং প্রতিযোগিতায় মার্কিন দলকে ভিসা দেয়নি ইরান।