ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

MW-GL360_iranoi_20180621205617_ZH
বিশ্বসংবাদ ডেস্ক :

পারমাণবিক চুক্তির পরিবর্তে অন্য কোন চুক্তি নিয়ে আলোচনায় ইরানকে বাধ্য করতে দেশটির ওপর সর্বোচ্চ অর্থনৈতিক ও কূটনীতিক চাপ সৃষ্টির কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আওতায় দেশটির ওপর আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের ১২টি দাবি পূরণ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা পরিকল্পনার পরিচালক ব্রায়ান হুক।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞাগুলো ৪ আগস্ট থেকে কার্যকর হবে। এছাড়া, দ্বিতীয় দফায় ৬ নভেম্বর কার্যকর করা হবে আরো কিছু নিষেধাজ্ঞা।

ইরানের জ্বালানী খাত, পেট্রোলিয়াম-সংশ্লিষ্ট আদান-প্রদান, ও সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আদান-প্রদান ইত্যাদি খাতের ওপর আরোপ করা হবে এই নিষেধাজ্ঞা। এদিকে ইরান থেকে তেল আমদানি না করতে আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।