ইভাঙ্কার ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

ইভাঙ্কার ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

শেয়ার করুন

 

Evanka trump

করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। তবে ওই কর্মকর্তা গত কয়েক সপ্তাহে ইভাঙ্কার কাছাকাছি যাননি বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম সিএনএন। এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। সেখানকার মেডিক্যাল ইউনিট জানায়, ট্রাম্পের ব্যক্তিগত কর্মীর দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরই প্রতিদিনই ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত হয়। একদিনের মাথায় শুক্রবার পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের আক্রান্ত হওয়ার খবর জানা যায়। শনিবার ইভাঙ্কার সহকারীরও আক্রান্ত হওয়ার তথ্য জানা গেল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত প্রায় দুই মাস ধরে টেলিযোগাযোগের মাধ্যমে কাজ চালাচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প। তবে সতর্কতার অংশ হিসেবে শুক্রবার ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা পরীক্ষা সম্পন্ন হয়। তবে তাদের ফল নেগেটিভ এসেছে।