ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট, নিহতের সংখ্যা বেড়ে ১৪২৪

ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট, নিহতের সংখ্যা বেড়ে ১৪২৪

শেয়ার করুন

c6d3b25af9c34e4580c8cbddc063a4d5_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্য ১৪শ ছাড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে ৬০ হাজারের বেশি মানুষ।
f9e2735175064cbe86ff49bcdbd5afd5_18বিবিসি জানায়, বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১৪শ ২৪ ছাড়ালেও সময় যত যাচ্ছে এ সংখ্যা ততই বাড়ছে। প্রাথমিক ভাবে শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথা থাকলেও এখনও অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের ভেতর এখনো অনেকে আটকে আছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে ভারী যন্ত্রপাতির অভাবে দুর্যোগের পর উদ্ধার তত্পরতার তেমন অগ্রগতি হচ্ছে না।
024019c2129445f09f122aa503712b4a_18ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাজারো মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ৬৬ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। আহতদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত শুক্রবার সুলাওয়াসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

f2e02842ef7a4f62bdab3cd44eac809f_18