ইতালির প্রেসিডেন্টের অভিশংসন দাবি

ইতালির প্রেসিডেন্টের অভিশংসন দাবি

শেয়ার করুন

_101775494_047080796
বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্টে সার্জিও ম্যাটারেলার অভিশংসন দাবি করেছেন ইতালির সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা লুজি ডি মায়ো।

পপুলিস্ট ফাইভ স্টার পার্টির এই নেতা বলেন অর্থমন্ত্রীর মনোনয়নে ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রাতিষ্ঠানিক সংকট সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট। এর আগে ইউরোপপন্থি রাজনীতিবিদ পাওলো সেভোনার মনোনয়নকে প্রত্যাক্ষান করেন ম্যাটারেলা। সেজন্য ভেস্তে যায় প্রধানমন্ত্রী মনোনিত জিউসেপি কন্টের সরকার গঠনের প্রচেষ্টা।ডানপন্থিদের সংগে মিলে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাইভ স্টার।

মার্চে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ইতালিতে কোন সরকার নেই কারণ কোন রাজনৈতিক দলই নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় নি।