ইতালিতে ভূমিকম্পে নিহত ৬

ইতালিতে ভূমিকম্পে নিহত ৬

শেয়ার করুন

italy1বিশ্বসংবাদ ডেস্ক:

ইতালির রোমে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৬ জনের প্রাণহানি হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশংকা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বুধবার ভোর সাড়ে তিনটার দিকে পেরুজিয়া প্রদেশের নোরসিকা শহরের কছে শক্তিশালী এই ভূমিকম্পটি হয়। এর ঘণ্টাখানেক পর একই এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

_90894983_mediaitem90894982

ক্ষতিগ্রস্ত আমাত্রিসি শহরের মেয়র সের্গিও পিরোজ্জি জানান, শহরের অধের্কের বেশি ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোনটো এলাকা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক স্থানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।