ইউরো ছাড়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত ব্রিটেনের প্রধানমন্ত্রীর

ইউরো ছাড়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত ব্রিটেনের প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

theresa-may-jpg-size-custom-crop-1086x700বিশ্ব সংবাদ ডেস্ক:

ইউরো জোট থেকে বের হয়ে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, খুব শিগগিরই ব্রিটেনের রাণী বক্তব্য দেবেন। সেখানেই ইউরো জোট থেকে বেরিয়ে আসা সংক্রান্ত মূল আইনটি প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে।

১৯৭২ সালের ইউরোপিয় কমিউনিটিজ অ্যাক্ট আইনের মাধ্যমে ইউরোপিয় ইউনিয়নের অংশ হয়েছিল যুক্তরাজ্য। পরবর্তীতে যা আর্টিকেল ৫০ নামে সমধিক পরিচিতি পায়। প্রধানমন্ত্রী থেরেসা মে জানান, এই আইনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আইনও প্রত্যাহার করা হবে।

এর মাধ্যমে ব্রিটেন আবার তার সার্বভৌমত্ব ও ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে। তার মতে, খুব তাড়াতাড়ি ব্রিটেনে আর, ইউরোপিয় ইউনিয়নের আইন বলবৎ থাকছে না। তবে ব্রেক্সিটের পর তিনি বলেছিলেন, চূড়ান্তভাবে ইউরো জোট ছাড়তে অন্তত এক বছরের বেশি সময় লাগবে।