আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী

শেয়ার করুন

_96324745_reutersবিশ্বসংবাদ ডেস্ক :

আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন লিও ভারাদকার। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওই দিনই দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

রাজনীতিতে নামার আগে পেশায় একজন চিকিৎসক ছিলেন লিও ভারাদকার। আইরিশ নার্স মা এবং ভারতীয় ডাক্তার বাবার ছেলে আয়ারল্যান্ডের এই নতুন প্রধানমন্ত্রী।_96325280_leopaসংবাদমাধ্যমে বেশি প্রচারিত হচ্ছে তার কম বয়সে ক্ষমতা লাভ, পারিবারিক প্রেক্ষাপট এবং সমকামী হওয়ার বিষয়টি। ৩৮ বছর বয়সী ভারাদকার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন তিনি একজন সমকামী।

শুক্রবার সন্ধ্যায় ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও প্রতিক্রিয়ায় জানান, তিনি এর মধ্য দিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে সামনে থাকা বিশাল চ্যালেঞ্জ বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও জানান লিও।