আলেপ্পো ছাড়ার অপেক্ষায় সহস্রাধিক মানুষ

আলেপ্পো ছাড়ার অপেক্ষায় সহস্রাধিক মানুষ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন চুক্তি অনুযায়ী বাস  ও অ্যাম্বুলেন্সে করে অন্তত ৩৫০ জন বেসামরিক নাগরিক যুদ্ধবিধস্ত আলেপ্পো থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে হাজার হাজার মানুষ।

তবে এর মধ্যেও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আটকা পড়া মানুষদের নিয়ে আসার জন্য পাঠানো ৫টি বাসে আগুন দেওয়া হয়। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাথ ফাতাহ আল-শাম এই ঘটনার সঙ্গে যুক্ত। জাবাথ ফাতাহ আল-শাম এবং চুক্তির পক্ষে থাকা অপর একটি ইসলামি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ চলাকালে আল-শাম জঙ্গিরা বাসে আগুন লাগিয়ে দেয়।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, বাসে আগুন দেওয়ার পর আটকা পড়াদের সরিয়ে নেওয়ার কার্যক্রম বেশ কিছুক্ষণ স্থগিত ছিল। পরে দু’পক্ষের সমঝোতায় রোববার মধ্যরাতে আবারও আটকা পড়া মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হাজার হাজার মানুষ এখনও উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।