আলেপ্পোয় পর্যবেক্ষক পাঠাতে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

আলেপ্পোয় পর্যবেক্ষক পাঠাতে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

শেয়ার করুন

_93015741_aleppoprotest

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার, যুদ্ধবিধস্ত আলেপ্পোয় জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানোর লক্ষ্যে, নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ফ্রান্সের একটি প্রস্তাবে এ ভোটাভুটি হওয়ার কথা রোববার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে।

প্রস্তাবে বলা হয়েছে, আলেপ্পো থেকে সাধারণ মানুষকে কতোটা নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে তা মনিটর করতে হবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
_93015739_aleppoএদিকে, আটকা পড়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের সরিয়ে নিতে নতুন চুক্তিতে পৌঁছেছে সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলো। চুক্তি মতে, নিরাপদ প্রস্থানের জন্য আটকা পড়া লোকজন এখন আলেপ্পো ছাড়ার প্রতীক্ষায় রয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী, বিভিন্ন স্থানে আটকা পড়া মানুষদের সরিয়ে নেয়া চালু থাকবে।

সরকারি পক্ষের দাবি, বিদ্রোহীদের অবরোধের মধ্যে থাকা ইদলিব প্রদেশের শিয়া অধ্যুষিত কেফরায়া ও ফুয়া শহরের মানুষদের বাইরে আসার অনুমতি দেওয়ার পরই নতুন চুক্তি কার্যকর হবে। এ পর্যন্ত ৬ হাজার মানুষকে আলেপ্পো থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে দু দফা সরিয়ে নেয়ার কাজ স্থগিত করা হয়।