আলেপ্পোয় ত্রাণবহরে হামলায় নিহত ২০

আলেপ্পোয় ত্রাণবহরে হামলায় নিহত ২০

শেয়ার করুন

57e11ccd19e29_c44a7e92e4a049b6e034607cb355bf65e537b824-1bu276dবিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণবহরে বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে কয়েকজন ত্রাণ সহায়তা কর্মী। হামলায় ৩১ ত্রাণবাহী ট্রাকের মধ্যে ১৮টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র চরম ক্ষোভ প্রকাশ করেছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিরিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, ত্রাণবহরটি নিয়মিত আলেপ্পো থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকায় ত্রাণ সরবরাহ করছিল। উরম আল-কুবরা এলাকায় রেড ক্রিসেন্টের পার্কিংয়ে বহরটি ছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাটি সিরিয়া অথবা রাশিয়ার যুদ্ধবিমান থেকে চালানো হয়ে থাকতে পারে। ত্রাণবহরে অন্তত ৫টি মিসাইল আঘাত হানে।

সাত দিন আগে শুরু হওয়া অস্ত্রবিরতি চুক্তির অন্যতম ছিলো অবরুদ্ধ আলেপ্পোতে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে।