আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

একমাসের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। একইসঙ্গে মিয়ানমার সরকারের যে কোন শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা।

গত মাসে রাখাইন রাজ্যে নিরাপদে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সংগঠনটির পক্ষ থেকে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ’ বলে জানিয়েছে আরসা। তারা আরও জানায়, মিয়ানমার সরকার যে কোনো পর্যায়ে শান্তি চাইলে, আরসা সেই  উদ্যোগকে স্বাগত জানাবে। আরসার এই উদ্যোগের ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর আরসা এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার পর সরকারের এক মুখপাত্র বলেছিলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কোনো নীতি মিয়ানমার সরকারের নেই।’