আবাসিক এলাকায় কার্গো বিমান বিধস্ত, নিহত ৩৭

আবাসিক এলাকায় কার্গো বিমান বিধস্ত, নিহত ৩৭

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে একটি আবাসিক এলাকায় টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ভূমিতে থাকা স্থানীয় বাসিন্দা।

বিবিসি জানায়, হংকং থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে, কিরগিজস্তানের মানাস বিমানবন্দরে বোয়িং-৭৪৭ বিমানটির যাত্রাবিরতির কথা ছিলো।

কিন্তু স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার উত্তরে, মানাস বিমানবন্দরের কাছে দাচা সু এলাকায় বাড়িঘরের ওপর সেটি বিধস্ত হয়।

এতে অন্তত ১৫টি ভবন ভেঙে পড়ে। নিহতদের মধ্যে বিমানের চার পাইলট ও ছয় শিশুও রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছরের পুরনো বিমানটির এক ক্রু-কে।