‘আবারো দুই কোরিয়ার একীভূত হওয়া উচিত’

‘আবারো দুই কোরিয়ার একীভূত হওয়া উচিত’

শেয়ার করুন

_103500285_afp-pyongyangpresscorpsবিশ্বসংবাদ ডেস্ক :

আবারো দুই কোরিয়ার যুদ্ধ পূর্ববর্তী অবস্থার মতো একীভূত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। প্রথম দক্ষিণ কোরীয় নেতা হিসেবে বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এ জন সমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।
_103497503_reuters-pyongyangpresscorps3উত্তর কোরিয়ার ৭০ বছর উদযাপন উপলক্ষে পিয়ংইয়ং এর মে ডে স্টেডিয়ামে জন সমাবেশে, গত ৭০ বছরের বর্বরতা ভুলে শান্তির পদক্ষেপ নিয়ে আবারো দুই কোরিয়ার এক হওয়ার প্রস্তাব দেন মুন। এ সময় তিনি আবারো পরমানু নিরস্ত্রীকরণের কথা তুলে ধরে বলেন, শান্তি প্রতিষ্ঠায় স্থায়িভাবে পরমাণু কর্মসূচী থেকে সরে আসা উচিত।
_103504348_hi049411741
সেখানে উপস্থিত প্রায় দেড় লাখ মানুষ দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে অভিবাদন জানান। এ সময় প্রদর্শিত বিভিন্ন বর্ণিল কোরিওগ্রাফি ও জিমন্যাস্টিকের মাধ্যমে তুলে ধরা হয় দুই কোরিয়ার ইতিহাস ও ঐতিহ্য। এটা ছিল পিয়ংইয়ং এর সবচেয়ে বড় প্রচারণামূলক আয়োজন। এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করে দুই কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।