আগামী বছর খাদ্য সহায়তা বন্ধ হবে ১ লাখ ৯০ হাজার ফিলিস্তিনির

আগামী বছর খাদ্য সহায়তা বন্ধ হবে ১ লাখ ৯০ হাজার ফিলিস্তিনির

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

বাজেট সংকটের কারণে আগামী বছর গাজা ও অধিকৃত পশ্চিমতীরে ১ লাখ ৯০ হাজার ফিলিস্তিনি নাগরিকের খাদ্য সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচী।

ফিলিস্তিন শরণার্থীদের জন্য কর্মরত সংস্থাগুলির তহবিলে মার্কিন অনুদান কমানো এবং ফিলিস্তিনে ইউ এস এইড এর প্রকল্প বন্ধের কারনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

বুধবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ২০১৯ সালে ফিলিস্তিনের ৩ লাখ ৬০ হাজার দরিদ্র মানষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে হলে তাদের আরো ৫৭ মিলিয়ন মার্কিন ডলার দরকার।

সংস্থাটির মুখপাত্র রাফায়েল দু বোয়েসপিয়ান জানান, তহবিলে অনুদান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় পশ্চিমতীরের ২৭ হাজার মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে। এছাড়া গাজা ও অধিকৃত এলাকার আরো ১ লাখ ৬৬ হাজার মানুষের সহায়তা ২০ শতাংশ কমে যাবে।