আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হিলারি ও ট্রাম্পের প্রথম বিতর্ক

আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হিলারি ও ট্রাম্পের প্রথম বিতর্ক

শেয়ার করুন

_91389505_hi035541496

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মঙ্গলবারের প্রথম বিতর্ক দিয়ে। দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প পুরো বিতর্ক অনুষ্ঠানে পরস্পরকে আক্রমণ করেই কথা চালিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি, কর বাড়ানো-কমানো, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান দেখিয়েছেন দুই প্রার্থীই। আগামী ৯ অক্টোবর পরবর্তী বিতর্ক অনুষ্ঠিত হবে।

দুই প্রার্থীর আগমণ মঞ্চে এসেই হ্যান্ডসেক করেন এরপর কুশল বিনিময়। যেনো ঘোষণা দিয়ে পূর্ব নির্ধারিত যুদ্ধ শুরু। যার দিকে চোখ ছিল বিশ্বের প্রায় দশ কোটি মানুষের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত নয়টায় এনবিসি টিভির সাংবাদিক লেস্টর হল্টের সঞ্চালনায়, নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো হিলারি-ট্রাম্পের প্রথম বিতর্ক। বাংলাদেশ সময় তখন মঙ্গলবার সকাল সাতটা।

নব্বই মিনিটের বিতর্কে প্রথম প্রশ্নটিই ছিলে মার্কিন অর্থনীতি ও তাদের কর্মসংস্থান নিয়ে। শুরুতেই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির ভুল নীতির কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওবামা প্রশাসন কিছুই করতে পারেনি। গত ৩০ বছর ধরে মার্কিনিরা ভঙ্গুর অর্থনীতি দেখে আসছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের সমালোচনার জবাব দেন হিলারি। জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন। বর্তমান ট্যাক্স নীতিতে অটল হিলারি ট্রাম্পের আবাসন ব্যবসার কঠোর সমালোচনা করেন।

বিতর্কে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন প্রকাশ না করা নিয়ে খোঁচা দেন হিলারি। আর প্রকাশিত ই-মেইল গায়েব হওয়া নিয়ে হিলারিকে কটাক্ষ করেন ট্রাম্প। তবে দুজনেই নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলেন।

হিলারি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী আগামীতে ১০ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে যাচ্ছে। ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন আত্মবিশ্বাসী হিলারি।

ট্রাম্পের হাউজিং বিজনেসের কারণে সৃস্টি হওয়া সমস্যার কথা তুলে ধরে বলেন, এতে ৯ মিলিয়ন মানুষ তাদের কাজ এবং ৫ মিলিয়ন মানুষ বাড়ি হারিয়েছে আর গায়েব হয়ে গেছে ১৩ ট্রিলিয়ন ডলার।