আইএসের রকেট হামলায় তিন তুর্কি সেনাবাহিনী নিহত

আইএসের রকেট হামলায় তিন তুর্কি সেনাবাহিনী নিহত

শেয়ার করুন

TurkeySyria-118bb

বিশ্ব সংবাদ ডেস্ক:

জঙ্গি সংগঠন আইএসের রকেট হামলায় তুর্কি সেনাবাহিনী তিন সদস্য নিহত হয়েছেন।

সিরিয়ার উত্তরাঞ্চলের আল-রাই শহরের কাছে তুর্কি সেনাবাহিনীর অভিযানের সময় আইএস হামলা চালায়। দুই সপ্তাহ ধরে সিরিয়ায় চালানো তুরস্কের অভিযানে এবারই প্রথমবারের মতো আইএস তাদের ওপর হামলা চালালো।

মঙ্গলবার বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, আল-রাই শহরের কাছে আইএস তাদের দুটি ট্যাঙ্কে রকেট হামলা চালায়। তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দুই সদস্যও আইএসের হামলায় নিহত হয়েছেন। গত ২৪ আগস্ট তুর্কি সেনাবাহিনী সিরিয়ার জারাবলুস শহর দখলের জন্য অভিযান চালাতে ট্যাঙ্ক পাঠায়।

এরপর দ্বিতীয় দফা ট্যাঙ্ক পাঠানো হয় সিরিয়ার আল-রাই শহর দখলের জন্য। এরইমধ্যে আল-রাই শহরের দক্ষিণের আইএস নিয়ন্ত্রিত কিছু গ্রাম পুনর্দখল করা হয়েছে। এবার জারাবলুসের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তুর্কি বাহিনী।