অস্ত্রবিরতি শর্তে রাজি তুরস্ক ও রাশিয়া

অস্ত্রবিরতি শর্তে রাজি তুরস্ক ও রাশিয়া

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়াজুড়ে অস্ত্রবিরতির শর্তাবলিতে রাজি হয়েছে তুরস্ক ও রাশিয়া। এই অস্ত্রবিরতিতে দেশটির সংঘাত কবলিত এলাকা থেকে দুর্গতদের উদ্ধারের উপর জোর দেয়া হচ্ছে।

আল-জাজিরা জানায, বুধবার মধ্যরাতের পর থেকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য উভয় দেশই কাজ করছে। তবে জঙ্গি সংগঠনগুলো যুদ্ধবিরতির আওতাভূক্ত নয় বলে জানানো হয়। যদিও এ বিষয়ে সিরিয়া সরকার ও বিরোধী কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ায় প্রায় ৬ বছর ধরে গৃহযুদ্ধ চলছে।

যুদ্ধে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে এবং তুরস্ক বিরোধী কয়েকটি দলকে সমর্থন দিচ্ছে। এদিকে, যদি প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হয় তবে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া শান্তি আলোচনা শুরু হবে বলে জানা গেছে।