অভিশংসনের ঝুঁকিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট

অভিশংসনের ঝুঁকিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট

শেয়ার করুন

_92994125_gettyimages-629916964
বিশ্বসংবাদ ডেস্ক :

মেয়র থাকাকালীণ সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যার কথা বলে অভিশংসনের মুখে পড়ার ঝুকিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

সে সময় তিনি নিজ এলাকা দাভাও শহরের মেয়র ছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট দুতের্তে বলেন, দাভাওয়ে তিনি প্রায়ই নিজে মাদকবিরোধী অভিযানে নামতেন। পুলিশকে দেখাতে চেয়েছেন তাদের কাজ তিনিও করতে পারেন।

তবে প্রেসিডেন্টের এই স্বীকারোক্তির কড়া সমালোচনা করে একজন সিনেটর বলেন, এতে তাকে অভিশংসন করার সুযোগ তৈরি হয়েছে। এ ধরণের কাজ মানুষের বিশ্বাস ভঙ্গের সামিল এবং এটি বড় ধরনের অপরাধ। সংবিধানের আওতায় এ ধরনের অপরাধের জন্য অভিশংসন করা যায়।

সিনেটের বিচারবিভাগীয় কমিটির প্রধান আরেক সিনেটর রিচার্ড গর্ডনও একমত পোষণ করেছেন। ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতের্তে। এ পর্যন্ত ৬ হাজারের বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।